ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

প্রথমবার একসাথে দুজন পরমব্রত-মধুমিতা

অতীতের ঝাপটায় বিধ্বস্ত দুটি মানুষ। সম্পূর্ণ ভিন্ন দুটি রাস্তা হঠাৎই এসে মিশে গেছে চৌরাস্তায়। কেবল সুরে সুরে বাঁধল তারা একে অপরকে। কোথাও গিয়ে দুজন দুজনের জীবনে গভীর প্রভাব ফেলল। কিন্তু এই আত্মিক যোগাযোগের মধ্যে এসে পড়ল একাধিক টানাপড়েন, অপরাধ, হত্যা, দ্বন্দ্ব। কিন্তু সবকিছুর পরেও সুরই এই ছেলেটি ও মেয়েটির কপাল লিখনের ভার নিল। আর এই সব ঘটনার প্রেক্ষাপট কলকাতার বিখ্যাত ট্যাংরা বস্তি। এই সমস্ত নিয়েই তৈরি হল ‘ট্যাংরা ব্লুজ’


সঞ্জীব মণ্ডল ও জোয়ি। এই দুটি চরিত্রে প্রথমবার জুটি বাঁধলেন পরমব্রত ও মধুমিতা। ছবিটি মুক্তি পাবে ‘হইচই’তে। জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সুপ্রিয় সেনের নির্দেশিত এই ছবিটি প্রযোজনা করেছেন খোদ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ‘ডিটেকটিভ’ ছবির পর এই প্রথম সোজাসুজি ডিজিটালে মু্ক্তি পাচ্ছে এই ছবিটি। তাই বলা যায়, 'হইচই'-এর 'ফার্স্ট ডে ফার্স্ট শো' তালিকায় দ্বিতীয় নাম হিসেবে জায়গা পেল 'ট্যাংরা ব্লুজ'।



পরমব্রত বলেন, ‘প্রযোজক হিসেবে বললে ছবিটি প্রযোজনা করে আমি অত্যন্ত খুশি। অনেক আবেগের জায়গা রয়েছে এই ছবিতে। আর সেখানে গিয়েই এই ছবিটা অনেক ছবির চাইতে আলাদা। গল্পটির মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু সামাজিক বার্তা রয়েছে। আমি আশা করছি, ছবিটি দেখার পর প্রতিটা মানুষের কাছে সেই বক্তব্যটি পৌঁছাবে। যদিও স্ক্রিপ্টটি লেখা আর সেটিকে সেলুলয়েডে আনার মধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে তফাত রয়েছে।


অভিনেতা হিসেবে পরমব্রত এই প্রথমবার মধুমিতার সঙ্গে কাজ করেছেন। মধুমিতার অভিনয়ের প্রশংসা করে তিনি জানান, 'খুব তাড়াতাড়ি আমরা ছবির ছন্দের সঙ্গে পা মিলিয়ে ফেলতে পেরেছি। সুব্রতর দক্ষতার কথা তো না বললেই নয়। এত গোছানো একটা ছবি! এবার খালি অপেক্ষা করছি কবে ছবিটা দর্শকের সামনে আসবে।’


ছবির শ্যুটিংয়ের কাজ শেষ। পোস্ট প্রোডাকশনের খুটিনাটিও প্রায় শেষ। মাসখানেকের মধ্যেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

ads

Our Facebook Page